Magic Lanthon

               

প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০২৩ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

দেশে সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ছে


শাহরুখ খান অভিনীত বলিউড চলচ্চিত্র 'ডানকি' দিয়েই শুরু হলো নতুন প্রেক্ষাগৃহ ‘সাবা সোহানা সিনেপ্লেক্স’-এর যাত্রা।  রাজধানীর অদূরে টঙ্গীতে আজ শুক্রবার বেলা ৩টায় এ হলের পর্দা উঠেছে।

৭৫ জন দর্শক ধারণক্ষমতার মিনি এ সিনেপ্লেক্সটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। যার প্রতি টিকেটের মূল্য নির্ধারণ হয়েছে ২৫০ টাকা।

সাবা সোহানা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর ১২টা, বেলা ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় সিনেমার শো চলবে।

সম্প্রতি সারা দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে আসলেও প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ধীরে ধীরে বাড়ছে সিনেপ্লেক্সের সংখ্যা। এর মধ্যে কুষ্টিয়া, জয়পুরহাট, শেরপুর, বগুড়া,  কুমিল্লায় আগামী রোজার ঈদেই সিনেপ্লেক্স চালু হওয়ার কথা রয়েছে।

সম্প্রকি মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স ২০২৪ সালের মধ্যে ১৯টি থেকে সিনেপ্লেক্সের সংখ্যা ৪০টিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। এই সংখ্যা ১০০টিতে নিয়ে যাওয়ার কাজ করছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে বর্তমানে দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা মাত্র ৬২টি।

এ সম্পর্কিত আরও পড়ুন