Magic Lanthon

               

ম্যাজিক লণ্ঠন ফিল্ম স্কুল

২০১৩ সালে ভারতে সেভাবে ওটিটির উত্থান হয়নি। তবে মালয়ালম ছবি ‘দৃশ্যম’-এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে সেটা কোনো বাধা হয়নি। জীতু যোসেফের ছবিটি বক্স অফিসের সুপারহিট হয়, পাশাপাশি সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পায়। হিন্দি, কন্নড়সহ চারটি ভারতীয় ভাষার সঙ্গে ছবিটি রিমেক হয় সিংহলি, চীনা ও ইন্দোনেশিয়ান ভাষায়। গত বছর মুক্তি পায় ছবিটির বহুল প্রতীক্ষিত সিকুয়েল। প্রথমটির মতো ‘দৃশ্যম টু’-ও সমানভাবে সাড়া ফেলে।